বাংলালিংক-রবি নেটওয়ার্ক ভাগাভাগি করবে, বাড়বে গতি

দেশের অন্যতম দুই মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক তাদের নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ে দুই প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। মোবাইল নেটওয়ার্কের মান ও গতি বাড়ানোর মাধ্যমে দেশব্যাপী ফোরজির প্রসার বাড়াতে যৌথ এ উদ্যোগ নিয়েছে অপারেটর দুটি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে দেশের টেলিযোগাযোগ শিল্পকে অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করতে আমরা কাজ করছি। টেলিযোগাযোগ একটি অপরিহার্য সেবা, যা গ্রাহকদের ডিজিটাল পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে গুরত্বপূর্ণ সংযোগ সেতু হিসেবে কাজ করে।
তিনি বলেন, বাংলালিংক ও রবির মধ্যে এ যৌথ উদ্যোগ নতুন উদ্ভাবনকে উৎসাহিত করবে। পাশাপাশি এটি দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে সম্পদের সুষ্ঠু ব্যবহারকেও উৎসাহ দেবে। রবি ও বাংলালিংকের যৌথ এ উদ্যোগ দেশজুড়ে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা দেওয়ার মাধ্যমে দেশের মানুষের জীবনকে আরও উন্নত করবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস প্রমুখ।
এমএইচ