সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন শিক্ষার্থীরা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯৫ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সহিংসতার মাঝে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি। শিক্ষার্থীরা নিজেরা একটা চার্টার্ড ফ্লাইট ঠিক করেছেন। সেই ফ্লাইটে করে তারা দেশে ফেরার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, ‘আমাদের গভীর উদ্বেগ আমরা গিরগিজস্তানকে জানিয়েছি। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলেছি।
হামলার পর ক্যাম্পাসগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে নতুন করে সহিংসতার খবর পাওয়া না গেলেও আতঙ্কে আছেন ছাত্রছাত্রীরা।

বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি ড. জেরিত ইসলাম জানান, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ হাজার ৭০০ পুলিশ মোতায়েন করেছে এবং আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার রাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর শুরু হয় স্থানীয়দের হামলা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিশকেকের হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের টার্গেট করা হয়। হামলার শিকার হয়েছেন সেখানে বসবাস করা বাংলাদেশি শ্রমিকরাও।

হামলার এ ঘটনার নিন্দা জানিয়েছে কিরগিজ মন্ত্রিসভা। এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রচারের কারণে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সব পক্ষকে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর