ঢাকায় স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত
ঢাকার দোহারে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করেছেন দোহার পৌরসভার সাবেক কমিশনার ও জেলা যুবলীগ নেতা রাকিবুর রহমান রাহিম।
আজ সোমবার সকালে উপজেলায় সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা।
শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী শাহিন শাহ ও সিয়ামের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মূল্যায়ন পরীক্ষা চলাকালীন শাহিন শাহর বাবা জেলা যুবলীগ নেতা রাকিবুল হাসান রাহীম ও তার বড় ছেলে সাফায়েতসহ আরও কয়েকজন বিদ্যালয়ে এসে সিয়ামের ওপর হামলা করে।
তারা আরও জানান, বিদ্যালয়ের শিক্ষকরা বাধা দিলে তারা শিক্ষকদেরও লাঞ্ছিত করেন। হামলার কারণে মূল্যায়ন পরীক্ষা পণ্ড হয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ কালবেলাকে বলেন, বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মারামারির ঘটনায় রাহীম কমিশনার ও তার বড় ছেলেসহ আরও কয়েকজন বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীর ওপর হামলা করে এবং শিক্ষকদের লাঞ্ছিত করেছে।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দোহার পৌরসভার সাবেক কমিশনার এবং যুবলীগ নেতা রাকিবুর রহমান রাহিমকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনালী বার্তা/এমএইচ