বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে কলকাতা

আজ মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। তবে কোয়ালিফায়ারের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজ যদি কোয়ালিফায়ারে বৃষ্টি হয় আর তাতে ম্যাচটি বাতিল হয় তবে কোন দল ফাইনালে যাবে?
আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে কলকাতা এবং হায়দরাবাদ। এমন অবস্থায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কারণ, গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। এছাড়াও কয়েক দিন আগে আহমেদাবাদে কলকাতা-গুজরাট ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে খেলা না হলে কোন দল ফাইনালে উঠবে? কারণ কোয়ালিফায়ারের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি।
প্রথমত, ম্যাচ অফিশিয়ালসরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ম্যাচটি মাঠে গড়ানোর জন্য। সর্বনিম্ন ৫ ওভার করে হলেও খেলানোর চেষ্টা থাকবে তাদের। কারণ নিয়ম অনুযায়ী, কোন ম্যাচ হওয়ার জন্য দুটি দলকেই ন্যূনতম পাঁচ ওভার করে খেলতে হবে। সেটা যদি না হয়, তাহলে ম্যাচ ভেস্তে যাবে।
প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে পয়েন্ট টেবিলের উপরের দল যাবে ফাইনালে। মানে কলকাতা সরাসরি চলে যাবে ফাইনালে। এলিমিনেটরেও একই নিয়ম মানা হবে। বুধবার (২২ মে) এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু। ফলে ওই ম্যাচও বৃষ্টির কারণে বাতিল হলে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে। কারণে টেবিলে তাদের অবস্থান বেঙ্গালুরু থেকে উপরে।
এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে পয়েন্ট তালিকার উপরে থাকার সুবাদে ফাইনালে খেলবে হায়দরাবাদ। অর্থাৎ, চেন্নাইতে ২৬ মে ফাইনালে সেদিন মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ।
তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় সেই ম্যাচ নিয়ে চিন্তা কম। ফলে যাই হোক না কেন, আপাতত ফাইনাল নিয়ে মাথা ঘামানোর দরকার নেই দর্শকদের।
সোনালী বার্তা/এমএইচ