মন্দিরার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন রাজ

গেল ঈদে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এরপর থেকেই গুঞ্জন প্রেম করছেন তারা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাজ।
সাক্ষাৎকারে শরীফুল রাজকে প্রশ্ন করা হয় আপনার সার্টিফিকেট নাম কী? তিনি বলেন, আমার নাম মো: শরীফুল ইসলাম। আর ‘রাজ’ নামটা অন্য কারও দেয়া। এক আড্ডায় হঠাৎ ‘রাজ’ নামে একজন ডেকে উঠেছিলেন আর আমিও ভাবলাম নামটা খারাপ না। সেই থেকে ‘রাজ’ হয়ে গেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী, মেধাবী একজন শিল্পী। প্রথম ছবিতেই সফলতা পেয়েছে। আমাদের ছবি প্রচারণায় একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ এগুলো গুঞ্জন ছড়াচ্ছে প্রেম নিয়ে। এটা সব ছবির সময়ই হয়ে থাকে। সব নায়ক-নায়িকাদের নিয়েই এমন গুঞ্জনের রেওয়াজ আছে।
রাজের প্রথম পছন্দের নায়িকাদের তালিকায় রয়েছে, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা আর বুবলী। তাছাড়া আরও শিল্পীদের কথাও বলেছেন তিনি।
রাজের কাছে ১০ আগস্ট তারিখটি স্মরণীয় এবং সারাজীবন মনে রাখার মতো। কারণ ওই দিন রাজ-পরীর কোলজুড়ে আসে তাদের সন্তান। ভীষণ মিস করেন ছেলেকে; তেমনটাই জানালেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা।
সোনালী বার্তা/এমএইচ