লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে চারজনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় এবং হামলার ঘটনা বেড়ে গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী।
গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের তাণ্ডবের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা আক্রমণ করছে। ফলে সীমান্তে সংঘাত বাড়ছে।
হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে তাদের চার যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি পৃথক স্থানে ওই হামলা চালানো হয়।
এর আগে সোমবার প্রতিবেশী সিরিয়াতেও ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের একটি সেনা ব্যারাকে ভারী রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অন্যান্য অবস্থানেও হামলার ঘোষণা দেওয়া হয়েছে।
ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাতে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৪২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। এছাড়া ৮২ জনই বেসামরিক নাগরিক।
অপরদিকে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে তাদের ১৪ সেনা সদস্যা এবং ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সোনালী বার্তা/এমএইচ