মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

কালিয়াকৈর উপজেলায় চেয়ারম্যান হলেন সেলিম আজাদ

কাজী মকবুল গাজীপুর / ২৫৭ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। (২১ মে) মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ১২৮টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করেছেন, নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সেলিম আজাদ মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী, বর্তমান উপজেলা পরিষদ চোরম্যান মো: কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী,কালিয়াকৈর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: মনোয়ার হোসেন। তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৪৬২ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী মো: রাজিব আহমেদ রাসেল বৈদতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর