মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে পুষ্পা ২

বিনোদন প্রতিবেদক / ২৫৯ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

নেটমাধ্যমে সিনেমাটি উপভোগ করেছিলেন বাংলাদেশি সিনেপ্রেমীরা। ভারতীয়দের মতো বাংলাদেশিরাও অপেক্ষায় আছেন তেলেগু সিনেমাটির সিকুয়েল ‘পুষ্প ২: দ্য রুল’র।

নতুন খবর, এবার ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের হলেও। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ভারতীয় সিনেমাটি আনছে দেশে।

বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে ২০২৩ সাল থেকেই মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা।

এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’।

সেসব সিনেমায় এবার যুক্ত হতে যাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন তিনি। তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হিন্দিতেই সিনেমাটি দেখতে হবে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালা অনুযায়ী, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

এ বিষয়ে অনন্য মামুন বললেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা-২ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেবে না।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর