ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়: বোরেল
জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়, বরং এর বিপরীত কিছু। হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ না হয়েও ইসরায়েলি হামলা মোকাবিলা করছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং অর্থায়ন করেছে ইইউ।
বোরেল বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই ইহুদি-বিরোধী আক্রমণের শিকার হয়েছেন তিনি।
আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বুধবার বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ২৮ মে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। এছাড়া এক দশক আগে থেমে যাওয়া শান্তি আলোচনা পুনরুদ্ধার করবে এই দেশগুলো।
সোনালী বার্তা/ এমএইচ