মগবাজার দিলু রোডে ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় ওই যুবক ভবঘুরে প্রকৃতির। কয়েক দিন ধরে দিলু রোডে পিয়াঙ্কা শুটিং ক্লাবের আশপাশে ঘোরাফেরা করছিল। সকালে সেখানে অসুস্থতার কারণে মারা গেছে সে।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম দুলাল, বাবার নাম আক্কাস বলে জানা গেছে। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ। আপাতত মরদেহটি মর্গের ফ্রিজে রাখা হবে।
সোনালী বার্তা/ এমএইচ