সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

‘তুফান’ সিনেমার লাগে উরাধুরা গানে প্রীতম

বিনোদন প্রতিবেদক / ৭৫৩ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪

বার প্রথম বারের মত তিনি গান করলেন ঢাকাই নবাব শাকিব খানের ছবির জন্য। রায়হান রাফীর নির্মাণে সেই ছবির নাম ‘তুফান’। যেটা ঘিরে এরই মধ্যে দর্শকের মনে আগ্রহের পারদ তুঙ্গে। সেই আগ্রহের পালে নতুন ঝড়ো হাওয়ার আভাস এলো আজ শনিবার একটি টিজারের মাধ্যমে।
গানটির শিরোনাম ‘লাগে উরাধুরা’। এই গানেরই এক ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, আলো-ঝলমলে সেটে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন শাকিব খান। তবে চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও! হ্যাঁ, তিনিও আছেন পর্দায়। তবে আঁচ করা যায়, কেবল এই গানের দৃশ্যেই তাকে সংগীতশিল্পীর ভূমিকায় পাওয়া যাবে।

এদিকে ‘লাগে উরাধুরা’ গানটির সুর প্রায় সকলেরই চেনা-জানা। আসলে এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা গান ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র আদলে বানানো হয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। স্বচ্ছতার জন্য গানের ডেসস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নাম যুক্ত করা হয়েছে।

নতুন আয়োজনের এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজনে বরাবরের মতো প্রীতম। আর তার সঙ্গে গানটি গেয়েছেন অন্তরা রায়। পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ‘তুফান’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে জানা গেছে। তারও আগে থেকেই চলছে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুরো টিম কাজ করছে অবিরাম। সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

বড় বাজেটে নির্মিত ‘তুফান’-এ শাকিবের নায়িকা দুজন; মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর