পাবনা ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী দোগাছি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা সদর থানার ওসি রওশন আলী।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতানের নামে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন বলেন, গ্রেপ্তারের পর তাকে সদর থানায় নেওয়া হয়। তবে মামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি।
সদর থানার ওসি রওশন আলী বলেন, সুলতান মাহমুদ একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তবে মামলা দুটির নম্বর জানা যায়নি।
সুলতান মাহমুদ ২০২২ সালের জুনে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমানে পাবনা সদর উপজেলা পরিষদের ভোটে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ খানকে পরাজিত করে নির্বাচিত হন। তিনি সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে প্রচার চালাচ্ছেন।
সোনালী বার্তা/এমএইচ