শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

গাজায় হামলা চালানোয় প্রথমবারের মতো ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন না মানায় ইসরায়েলের ওপর এমন পদক্ষেপের কথা ভাবছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের পর সাংবাদিকদের মার্টিন বলেন, আন্তর্জাতিক মানবিক আইনি প্রতিষ্ঠানগুলিকে সমুন্নত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে স্পষ্ট ঐকমত্য ছিল।

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে যে, ইসরায়েলকে অবিলম্বে রাফাহতে হামলা বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে।

তারপরও রাফাহতে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। রবিবার তাল আস-সুলতান এলাকার শরণার্থী শিবিরে হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ নেতারা।

মার্টিন আরও বলেছেন, রাফাহতে হামলা বন্ধ করতে আইসিজের রায় মেনে না নিলে ইসরায়েলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য ব্যবস্থা নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। কিছু মতপার্থক্য থাকলেও বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এমনকি পশ্চিম তীরে বসতি স্থাপনে মদদদাতা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উত্থাপন করেন কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ফিলিস্তিনকে আজ মঙ্গলবার আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। এর আগে বিশ্বের ১৪৪টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর