ফিকশনে দিলারা জামান অপূর্বর দাদির চরিত্রে অভিনয়

ঈদের নাটক নিয়ে এরই মধ্যে ব্যস্ত ছোট পর্দার তারকারা। রাতদিন এক করে কাজ করছেন তারা। এবারের ঈদে নির্মাতা জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ফিকশন মন দুয়ারী। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
এই ফিকশনে অভিনয় নিয়ে দিলারা বলেন, ‘আগের মতো এখন আর কাজ করার শক্তি পাই না। বয়স তো কম হয়নি। দেখতে দেখতে আমি এখন ৮২ বছরে চলে এসেছি। তাই এ কাজটি করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। কারণ অনেক রাত অবধি আমাকে শুটিং করতে হয়েছে। এখন আর রাত জাগার মতো শক্তি আমার শরীরে নেই। তাই যারাই আমাকে গল্প নিয়ে ভাববেন। তাদের বলতে চাই, শেষ রাতের যদি কোনো সিক্যুয়েন্স থাকে আমাকে সেক্ষেত্রে বাদ দিয়ে চিন্তা করবেন। এটি আমার জন্য কষ্টের।
এরপর এই কিংবদন্তি কাজটি নিয়ে আরও বলেন, ‘অপূর্ব ফিকশনটিতে আমার নাতির চরিত্রে অভিনয় করেছে। ও দুর্দান্ত একজন অভিনেতা। এর আগেও বেশকিছু কাজ আমরা একসঙ্গে করেছি। তবে এমন গল্পে এবারই প্রথম। আশা করছি দর্শকের আমাদের দাদি-নাতির জুটি ভালো লাগবে।’
নাটকে অপূর্বকে দেখা যাবে প্রবাসীর চরিত্রে। যে দেশে আসে তার ওয়ারিশ বুঝে নিতে। একটা সময় অপূর্ব বিদেশে ফিরে যেতে চাইবে। কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারে না।
দিলারা জামান ও অপূর্ব দুজনই অভিনয় নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রীকে এরই মধ্যে বেশকিছু বিজ্ঞাপনে মডেল হতে দেখা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অপূর্বর ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।
সোনালী বার্তা/এমএইচ