বুধবার, ১৮ জুন ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

কাক আর মানুষের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে

নিজস্ব প্রতিবেদক / ২০৪ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

কাক নিয়ে এমন একটি তথ্য রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। কাক আর মানুষের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। এর মধ্যে একটি হলো কাকের গণনা প্রক্রিয়া সাধারণ মানুষের মতোই।

কাক খুব দ্রুত আশপাশের বস্তু শনাক্ত করতে পারে। তারা গণনা করতে পারে। এক, দুই, তিন, চার পর্যন্ত তারা সহজেই বুঝতে পারে। তবে এরপর তারা আর পারে না। চারের পর বেশি হলে তারা বিভ্রান্ত হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাক নিয়ে গবেষণা করেছে জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ফিজিওলজি ল্যাবের একদল গবেষক।
গবেষণায় তারা বলেছে, কাক আর মানুষের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে। তারা মানুষের মতোই গুনতে পারে। সেই সঙ্গে এক থেকে চার পর্যন্ত গুণনা করতে পারে। তবে এর বেশি তারা পারে না।
ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক ও প্রাণী বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ হিদার উইলিয়ামস এক ইমেইলের মাধ্যমে বলেছেন, শুধু মানুষই সংখ্যাগত ধারণা, বিমূর্ততা, সরঞ্জাম তৈরি এবং আগাম পরিকল্পনার মতো দক্ষতা কাজে লাগায় না; কাকেরাও যথেষ্ট ‘স্মার্ট’।
প্রাণীজগতে শুধু কাকই গণনা করতে পারে তা কিন্তু নয়। মানুষের মতো শিম্পাঞ্জিরাও তাদের শিশুদের ক্রমানুসারে গণনা করতে এবং সংখ্যার মান বুঝতে শেখায়।

পাশাপাশি কিছু পুরুষ ব্যাঙ তার প্রতিদ্বন্দ্বী ব্যাঙটি কতবার ডাকছে তা গুনে রাখে, তারপর যখন তার পালা আসে সে তার প্রতিদ্বন্দ্বীর সমান বা তারচেয়ে একবার বেশি ডেকে নারী ব্যাঙটিকে মুগ্ধ করতে চায়।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর