ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্প মাত্রার ভূমিকম্প।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপী ভূ-মধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে এর মাত্রা ছিল ৪।
সিলেট জেলা প্রতিনিধি সেখানকার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।
এদিকে একই সময়ে মিয়ানমারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কম্পন অনুভূত হয় চট্টগ্রামেও। বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হয়।
ভলকানো ডিসকভারি জানায়, ৫ দশমিক ৬ মাত্রার মাঝারি ভূমিকম্পটির অবস্থান ছিল মিয়ানমারের মাওলাইকে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সোনালী বার্তা/এমএইচ