বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

তৃতীয় ধাপে ভোটের হার হতে পারে গড়ে ৩৫% এর কম-বেশি : সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৯১ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তৃতীয় ধাপে উপজেলা ভোটে গড়ে ৩৫% কম-বেশি ভোট পড়তে পারে।

বুধবার ভোট শেষে বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন তিনি।

সিইসি শান্তিপূর্ণ ভোটে ও ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “আজকের নির্বাচন সন্তোষজনক হয়েছে। এ যাবত উপস্থিতির যে তথ্য পেয়েছি, সেটা ৩৫% এর কমও হতে পারে, বেশিও হতে পারে। সঠিক তথ্য পেতে আরও সময় (আগামীকাল) লাগবে।

খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, অনিয়ম-ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন সহকারি প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে।  ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছে। একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছে। বান্দরবানে নানিয়ার চরে একটি কেন্দ্রে ইউপিডিএফ সদস্যরা গন্ডগোল করার চেষ্টা করেছিল, তা প্রতিহত করা হয়েছে।

সিইসি বলেন, অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন মোটামুটি হয়েছে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর ছিলো। দু’চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতি ৩৫% এর প্লাস-মাইনাস হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর