পাকিস্তানে টায়ার ফেটে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২৮
স্থানীয় সময় গতকাল বুধবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলোচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ শিনহুয়া নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জেলার বিসমিয়া এলাকার একটি খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ ২৮ জন প্রাণ হারায়।
দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতা নিয়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। সে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামান্য আঘাত পেয়েছেন এমন কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাসটি তুরবত শহর থেকে দক্ষিণ-পশ্চিম প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় বাসের একটি টায়ার ফেটে যায়। এরপরেই বাসটি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
সোনালী বার্তা/এমএইচ