অভ্যুত্থানবিরোধীদের শক্ত অবস্থানের কারণে কোণঠাসা বাহিনী

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের শক্ত অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা সরকার। এরই মধ্যে জান্তা সরকার দেশটির সীমান্ত এলাকাগুলোতে বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ হারিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে অভ্যুত্থানবিরোধী জোট জান্তা বাহিনীর ওপর হামলা জোরালো করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি গ্রুপ শেষ আপডেটে এসব তথ্য জানিয়েছে।
মিয়ানমারের বিশেষ উপদেষ্টা পরিষদ (এসএসি-এম) গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সংঘাতময় মিয়ানমারে জান্তা বাহিনী একদিকে যেমন একের পর এক এলাকা হারাচ্ছে, অপরদিকে আধিপত্য বেড়েছে অভ্যুত্থানবিরোধীদের।
পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের জোট গত বছর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। তাদের এই জোটে রয়েছে বিভন্ন সশস্ত্র গোষ্ঠী ও অভ্যুত্থানবিরোধী যোদ্ধারা।
এসএসি-এম জানিয়েছে, জান্তা সরকার দেশের ভূখণ্ডের ৮৬ শতাংশ হারিয়েছে এবং যেখানে মিয়ানমারের সাড়ে পাঁচ কোটি মানুষের ৬৭ শতাংশের বসবাস।
২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। অং সান সুচিকে হটিয়ে তিনি ক্ষমতা দখল করেন। এরপর থেকেই কারাগারে রয়েছেন সুচি।
সোনালী বার্তা/এমএইচ