পুরানের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল অস্ট্রেলিয়া

শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে ২৫৭ রানের পাহাড় গড়ে তারা। লড়াই করলেও সেই রান তাড়া করতে পারেনি ৯ জনকে নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়া, হেরে গেছে ৩৫ রানে।
নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণ শক্তির দল নিয়ে এবার অস্ট্রেলিয়াকে শাসন করলো তারা।
পোর্ট অব স্পেনে আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে ৩৮ রান তুলে ভাঙে উদ্বোধনী জুটি। শাই হোপ (১৪) ফিরে গেলে জনসন চার্লসকে একপ্রান্তে রেখে তাণ্ডব চালান পুরান। দশম ওভারে ৯০ রানের জুটি ভেঙে যায়। ২৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৫ রান করেন পুরান।
কয়েক ওভার পর চার্লস থামেন ৩১ ওভারে ৪০ রান করে। ২৫ বলে চারটি করে চার-ছয়ে ৫২ রান করেন রভম্যান পাওয়েল। অধিনায়ক বিদায় নেওয়ার পর শেরফানে রাদারফোর্ড বিধ্বংসী ব্যাটিং করেন। ১৮ বলে চারটি করে চার ও ছয়ে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ দুটি উইকেট নেন অ্যাডাম জাম্পা, রান দেন সর্বোচ্চ ৬২।
লক্ষ্যে নেমে ডেভিড ওয়ার্নার (১৫) ও অ্যাস্টন অ্যাগার (২৮) ভালো শুরু এনে দিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৫৫ রান করেন জশ ইংলিস। নাথান এলিসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৯ রান। ৭ উইকেটে ২২২ রানে থামে অস্ট্রেলিয়া।
সোনালী বার্তা/এমএইচ