বাবার নাম বাদ দিতে মেয়ের আইনি পদক্ষেপ
হলিউডের একসময়ের প্রভাবশালী জুটি অভিনেতা ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিচ্ছেদ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে আইনি পক্রিয়া। বিচ্ছেদের শেষ প্রান্তে চলে এসেছে তারা। এর মাঝেই জানা গেল নিজের নামের শেষ অংশ থেকে বাবার নাম বাদ দিতে চান মেয়ে শিলোহ। খবর : ইউনিল্যাড
শিলো নিজের নাম বদলাতে আইনি পদক্ষেপও নিয়েছেন। তিনি চান না তার নামের সঙ্গে পিট থাকুক। পিট বদলে মায়ের ‘জোলি’ অংশটুকু তিনি নিজের নামের শেষে জুড়ে দিতে চান।
শিলোহ ইতোমধ্যেই ১৮ বছরে পা দিয়েছেন। এরপরই আনুষ্ঠানিকভাবে নাম বদলানোর পক্রিয়া শুরু করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম থেকেও বাদ দিয়েছেন ‘পিট’ অংশ। তবে জোলি-পিটের সন্তানের মধ্যে তিনিই প্রথম নন যে নিজের নামের থেকে পিটের অংশ বাদ দিয়েছেন। এর আগে তারকা এই দম্পতির আরেক মেয়ে ভিভিয়েন নিজের নামের থেকে ‘পিট’ বাদ দিয়েছেন।
এ ছাড়াও জাহারা, ম্যাডক্স, প্যাক্স এবং নক্সও ‘পিট’-এর পদবি ব্যবহার করেন না। তবে আইনিভাবে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দেওয়ার পদক্ষেপ শিলোহই প্রথম নিলেন।
সোনালী বার্তা/এমএইচ