ঘটনাস্থলে নাজেহাল রাবিনা টেন্ডন
রাত-বিরেতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার অভিযোগ প্রায় ওঠে, বলিউড তারকাদের প্রতি। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন জনপ্রিয় নায়িকা রাবিনা টেন্ডন।
শনিবার রাতে মুম্বাই শহরের এক রাস্তায় এই ঘটনা ঘটে। নায়িকার গাড়ি আটকিয়ে চড়াও হন তিন মহিলা পথচারী। তাদের দাবি, অভিনেত্রীর গাড়ি নাকি ধাক্কা দিয়েছে তাদের। সঙ্গে সঙ্গে গাড়ির চালক বেরিয়ে আসেন বটে। তবে কোনও কথা কানে তুলতেই নারাজ তারা। এমন অবস্থায় গাড়ি থেকে নামতে বাধ্য হয় রাবিনা। চেনা মুখ দেখে পথচারীরা যেন আরও তেলে-বেগুনে জ্বলে ওঠে।
সড়কের ওপরেই তৈরি হয় চরম জটিলতা। অভিনেত্রীকে মারতেও তেড়ে যান পথচারীরা। তখনই ভয় পেয়ে খানিক পিছিয়ে যান রাবিনা। কাতর কণ্ঠে আর্জি জানাতে থাকেন, ‘দয়া করে আমাকে মারবেন না।
মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে শহরের কার্টার রোডে রিজভি কলেজের পাশে। এসময় নায়িকার পরনে ছিল সাদা কুর্তা ও জিন্স। অভিযোগ রয়েছে, তিনি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।
রাত পোহানোর আগেই ঘটনাটির বেশ ক’টি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে। পাশেই ছিল থানা। সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে ওই তিন মহিলা। যাদের মধ্যে একজন রাবিনার গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয়েছেন বলে জানা গেছে।
সোনালী বার্তা/এমএইচ