পৌনে ৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পৌনে ৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। তবে বতর্মানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এরপর বিকল্প ইঞ্জিনে রাত দেড়টার দিকে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার পর শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আনা হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হয়। ফলে এ পথে ট্রেন চলাচল সচল হয়।
সোনালী বার্তা/এমএইচ