শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আইএফআরসি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক / ২১০ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কেট ফোর্বস।

আজ সোমবার সকালে কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রমে তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১টি হাইজিন কিট, ১টি মশারি, ২টি তারপলিন ও ২টি করে জেরিক্যান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. রশিদুজ্জামান, বিডিআরসিএস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী, আইএফআরসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক আলেক্সান্ডার ম্যাথিউ, সিনিয়র কমিউনিকেশনস উপদেষ্টা ‍সুসান মালান্দ্রিনো, সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুজ্জামান ও সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান।

কেট ফোর্বস এরপর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিরাপদ পানি বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর