গাজীপুরে তাকওয়া পরিবহনে আগুন দিয়েছে উত্তেজিত জনতা

গাজীপুর সিটি করপোরেশন বাসন চান্দনা চৌরাস্তা এলাকায় তাকওয়া পরিবহন নামক মিনি বাসের চাপায় এক নার্স আহত হয়েছে।
এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ওই তাকওয়া পরিবহন আগুন ধরিয়ে দেয়।
গতকাল সোমবার রাত ৯ টায় গাজীপুরের সিটি করপোরেশনের বাসন থানার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বাসন থানার ওসি আবু সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের একজন নারী নার্সকে তাকওয়া পরিবহন চাপা দিলে ওই নার্স গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এলাকাবাসীর অভিযোগ, তাকওয়া পরিবহন নামক ঘাতক পরিবহনটি চৌরাস্তা ও তার আশপাশে এলাকায় গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটিয়েছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় পঙ্গু রয়েছে।
সোনালী বার্তা/এমএইচ