মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

বিজেপির ঘাঁটিতে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। খবর এনডিটিভির।
আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে। ফল গণনার প্রায় চার ঘণ্টায় দেখা গেছে উত্তর প্রদেশের ৮০ আসনে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে।
নির্বাচন কমিশনের সবশেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তর প্রদেশে ৪৪ আসনে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। আর এনডিএ জোট এগিয়ে ৩৫ আসনে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ রাজ্যের ৮০ আসনের মধ্যে ৬২টি আসন পেয়েছিল। বাকি আসনগুলোর মধ্যে বিএসপি পেয়েছিল ১০টি আর সমাজবাদী পার্টি পাঁচটি। ওই নির্বাচনে বিএসপি ও সমাজবাদী পার্টি জোট বেঁধেছিল।

এবারের নির্বাচনে সরকারবিরোধী জোট ইন্ডিয়ার অধীনে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একযোগে আর বিএসপি নিজেদের মতো করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে ( বাংলাদেশ সময় সকাল সোয়া ১২টা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২২৮ আসনে।

 

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর