বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকাল ৩টায় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি তার প্রথম বাজেট ঘোষণা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।
এদিকে, সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ২০২৪-২৫ অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাগত মিছিল বের করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ ।
রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, আনন্দ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।
সোনালী বার্তা/ এমএইচ