শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট নয় ১৪ দল!

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘সন্তুষ্ট নয়’ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শরিক দলগুলো। তাদের শীর্ষ নেতারা মনে করছেন, এই বাজেট দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের পরিবর্তে জিইয়ে রাখবে। মানুষের মধ্যে স্বস্তি আসবে না।

টানা চতুর্থবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো বাজেট দেয়। দেশের ৫৪তম এই বাজেট প্রস্তাব করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থনৈতিক সংকটের মধ্যেও স্মার্ট দেশ গড়তে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।

বাজেটে প্রধান্য দেন অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিত করা, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করাসহ ১৪ কার্যক্রম। উচ্চাভিলাস বা হাঁকডাক না দিলেও সাদামাটাভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হয়েছে বাজেটে। করজালে আটকানো, কালো টাকা সাদা টাকা করার সুযোগ এবং সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে।
প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক দল ও অর্থনৈতিক সংগঠনগুলোর মতো নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন খোদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ নেতারাও।

উচ্চাভিলাস বা হাঁকডাক না দিলেও সাদামাটাভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হয়েছে বাজেটে। করজালে আটকানো, কালো টাকা সাদা টাকা করার সুযোগ এবং সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে

আসন বণ্টন, ক্ষমতার ভাগাভাগিসহ নানা কারণে ১৪ দলে অসন্তোষ বেশ কয়েক মাস ধরেই। জোট নেতারা বলছেন, বাজেটে ব্যাংক ঋণ নির্ভরতার কারণে ব্যাংকগুলোও মুখ থুবড়ে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট দুর্বিষহ অবস্থা থেকে সাধারণ মানুষের মুক্তি মিলবে না।

বাজেট প্রতিক্রিয়ায় জোট শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সোনালী বার্তাকে বলেন, চলমান যে সংকট অর্থনীতিতে; নিত্যপণ্যের মূল্যস্ফীতি, ডলার সংকট, ব্যাংকখাতের বিভিন্ন রকম সংকট, কর সংগ্রহের স্থবিরতাসহ বিভিন্ন সমস্যাগুলো সমাধানের একটি বাজেট আশা করেছিলাম। কিন্তু এটা সংকট সমাধানের বাজেট মনে হচ্ছে না। এটা চলমান সংকটের সঙ্গে সহবাস করার বাজেট বলে মনে হয়েছে।

তিনি সোনালী বার্তাকে বলেন, মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দরিদ্র জনগণ স্বস্তি পাবে কি না, বাজেটে তার সুনির্দিষ্ট পথনকশা নেই। মূল প্রয়োজন ছিল, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে গরিব, শ্রমিক, নিম্নবিত্ত-মধ্যবিত্তকে রেহাই দেওয়ার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা। ব্যাংক খাতের নৈরাজ্য সমাধানেও প্রাতিষ্ঠানিক পদক্ষেপের কোনো কথা নেই। চলমান অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় প্রস্তাবিত বাজেট কোনো প্রকার সহযোগিতা করবে না। বরং চলমান সংকটকে জিইয়ে রাখবে।

প্রস্তাবিত বাজেট চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে না বলে মনে করছেন জোটের আরেক শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী।

তিনি সোনালী বার্তাকে বলেন, প্রথমত এটি ঘাটতির বাজেট। তার ওপর ব্যাংক ঋণনির্ভর। যার কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়বে। আমরা যেটা আশা করেছিলাম, বাজেটে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে যে দুর্বিষহ অবস্থা, সেটির মুক্তি হবে। কিন্তু সেটি মনে হয় হচ্ছে না। বাজেটে কমার খাত খুবই কম। কিন্তু বাড়ার খাত বেশি। অর্থাৎ এই বাজেটের ফলে দ্রব্যমূল্যের দাম কমবে না। অধিকন্তু করের জাল বাড়ানো হয়েছে। চাপটা তো পুরোটাই জনগণের ওপর পড়লো।

যা দেখেছি, অতীতের ধারাবাহিকতার সঙ্গে খুব একটা পার্থক্য নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসক্রিপশনে, তাদের শর্ত পূরণেই দেওয়া হয়েছে এ বাজেট

প্রস্তাবিত বাজেটে আশাবাদী নন ওয়ার্কার্স পার্টির সভাপতি জোটের বর্ষীয়ান নেতা রাশেদ খান মেনন। তিনি সোনালী বার্তাকে বলেন, এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি, যার মধ্য দিয়ে অর্থপাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থামানো হবে। দুর্নীতির প্রশ্নে আলোচনাই এর মধ্যে আসেনি। দায়টা জনগণের ওপর রেখে দেওয়া হয়েছে। জনগণ নিজেরা সমাধান করুক, এ ধরনের একটা জায়গায় রয়ে গেছে বাজেট।

তিনি বলেন, বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় সংকট নিরসনে; জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কী আছে আমি জানি না। কারণ আমরা সংক্ষিপ্ত বিবরণী দেখেছি। সেখানে কিছু নেই। তাতে যা দেখেছি, অতীতের ধারাবাহিকতার সঙ্গে খুব একটা পার্থক্য নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসক্রিপশনে, তাদের শর্ত পূরণেই দেওয়া হয়েছে এ বাজেট।
তবে ১৪ দলের আরেক শরিক গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের কথায় মিলেছে ভিন্ন সুর। বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট ও অন্যান্য দেশের প্রেক্ষাপট ভিন্ন। আমাদের দেশের অর্থ লুট হয়ে যায়। অন্য দেশে চলে যায়। বেগমপাড়া বানায়। বর্তমান প্রেক্ষাপটে বাজেটটি সময়োপযোগী। ভালো কিছু করতে পারবে বলে মনে হয়। বিশটি পণ্যে এক শতাংশ কাস্টমস কমিয়ে দেওয়া হয়েছে। এটি অর্থনীতির সঙ্গে বাস্তবমুখী ও সামঞ্জস্যপূর্ণ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর