শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীরচর্চা আবশ্যক: আতিক

নিজস্ব প্রতিবেদক / ১৬১ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীরচর্চা আবশ্যক বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অনেক ভূমিকা রাখবে। তার সোনার বাংলাদেশ গড়তে মেধাবী মানুষ প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীরচর্চা আবশ্যক।

যুবসমাজকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দেশ সেবার আহ্বান জানান মেয়র আতিকুল। এসময় তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে শেখ কামালের অবদানের কথা উল্লেখ করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র ম্যারাথনে অংশ নিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। এসময় তিনি পুরো হাতিরঝিল এক রাউন্ড দৌঁড়ান।
ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ অ্যাথলেটিকস অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি এডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর