মায়ের মরদেহের পাশে পাওয়া শিশুর পরিচয় মিলল ৯ দিন পর
নয় দিন পর পরিচয় মিলেছে নেত্রকোনা জেলার পূর্বধলায় মায়ের মরদেহের পাশ থেকে উদ্ধার করা শিশুটির। ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা আবুল মনসুরের দ্বিতীয় স্ত্রীর ছেলে আলিফ (২)।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স জাকিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার আলিফের খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন সৎ বোন হাসি আক্তার। এ সময় শিশু আলিফ তার বড় বোন হাসি আক্তারের কোলে পরম মমতায় দীর্ঘ সময় কাটায়।
নার্সরা জানান, আলিফ এখনো পুরোপুরি সুস্থ নয়। তবে আগের থেকে সুস্থ আছে। কিন্তু এখনো সে কোনো কথা বলছে না। আশা করছি দ্রুত সে সুস্থ হয়ে উঠবে।
হাসি আক্তার ও স্বজনরা জানায়, আলিফের বাবা আবুল মনসুর পেশায় একজন মৌসুমি ফল ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি আলিফের মা আনোয়ারাকে বিয়ে করেন। গত ২৮ মে আনোয়ারা তার সন্তান আলিফকে সঙ্গে নিয়ে মুক্তাগাছা বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পরদিন গত ২৯ মে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাছিয়াকান্দা গ্রামের মেঠোপথে পাওয়া যায় আনোয়ারার মরদেহ।
তবে এসব বিষয়ে এখনই কোনো কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট থানা পুলিশ।
সোনালী বার্তা/এমএইচ