আশরাফ হোসেন লিপুর আশা করছেন, লিটন দ্রুতই ফর্মে ফিরে আসবেন
বাংলাদেশের টপ অর্ডার এই মুহূর্তে কঠিন সময় পার করছে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার কারোরই ফর্ম নেই। সবচেয়ে খারাপ অবস্থা উইকেটকিপার ব্যাটার লিটনের। তার ব্যর্থতা দলকে প্রতি ম্যাচেই বিপদে ফেলছে। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ বাংলাদেশের ড্রেসিংরুমে। যদিও দলের খারাপ সময়ে প্রধান নির্বাচকসহ টিম ম্যানেজমেন্টকে পাশে পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আশা করছেন, লিটন দ্রুতই ফর্মে ফিরে আসবেন।
প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর দলের সঙ্গে প্রথম বিদেশ সফর। দলের কঠিন সময়ে পুরো দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি সামনে থেকে। বিশেষ করে লিটনকে নিয়ে তার প্রত্যাশা অনেক। তার কথা, ‘যে খেলার জন্য লিটন কুমার দাস বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছে, নামটির সঙ্গে সে এখনও সেই পর্যায়ে আসতে পারেনি। অবশ্যই খেলার মাধ্যমেই হয়তো সে ফেরত আসবে। আমি আশা করছি সে হয়তো দ্রুতই ফর্মে ফিরে আসবে।
নিজের ভূমিকা নিয়ে গণমাধ্যমকে লিপু বলেছেন, ‘দলকে কীভাবে চাঙ্গা করা যায়, অনুপ্রাণিত করা যায়, আমার মনে হয় সে দিকটা আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের গ্লানি কিছুটা কাটাতে পারবো।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ম্যাচের আগে কিছুটা কোণঠাসা হয়ে মাঠে নামবে তারা। এই সুযোগটা ভালোভাবে কাজে লাগানো সম্ভব বলে মনে করেন লিপু, ‘তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। কিন্তু আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের ভালো ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে, তার থেকে আমাদের নিজেদের পারফরম্যান্সটা কীভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমার মনে হয় দলকে সেদিকটাতে নজর দিতে হবে।
সোনালী বার্তা/এমএইচ