কোহলির উপর আস্থা রাখছেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সবচেয়ে অভিজ্ঞদের একজন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটারের ওপর নিঃসন্দেহে আলাদা করে দৃষ্টি থাকবে। কিন্তু ভারতের অধিনায়ক শুধু একজনের ওপর বাড়তি চাপ দিতে নারাজ। রোহিত শর্মার মতে, নৈপুণ্যটা দলীয় হতে হবে।
গত সপ্তাহে ভারতীয় দলে যোগ দেওয়া কোহলি প্রথম ম্যাচে কোনও অবদান রাখতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১ রানে ফিরেছেন। কিন্তু আইপিএল ও বেশ কিছুদিন ধরে যেভাবে পারফর্ম করেছেন, তাতে সেটা ছিল বেমানান। তবে রোহিত তার ওপর এককভাবে চাপটা দিতে চান না। তার মতে, ‘আমি শুধু একজন কিংবা দুজনের ওপর নির্ভর করে জিততে চাই না। আমাদের ১১জনকেই এক্ষেত্রে অবদান রাখতে হবে। অবশ্যই কয়েকজন মূল খেলোয়াড় থাকবে কিন্তু সবারই কম বেশি অবদান রাখতে হবে।
কোহলি বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেননি। পারফর্ম করতে পারেননি প্রথম ম্যাচেও। তার পরেও রোহিত কোহলিকে নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী, ‘বাংলাদেশের বিপক্ষে সে খেলেনি। কিন্তু এই ম্যাচের আগে সে যথেষ্ট অনুশীলন করেছে। আর যে পরিমাণ অভিজ্ঞতা তার আছে, সারা বিশ্বে খেলেছে, বড় টুর্নামেন্টে খেলেছে, আমার মনে হয় কোনও কিছুই এটাকে হার মানাতে পারবে না।
সোনালী বার্তা/এমএইচ