সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

এখন স্বপ্ন দেখেন সন্তানদের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

কক্সবাজার জেলার ঈদগাও উপজেলার দর্গাপাড়া আশ্রয়ণ প্রকল্পে সুবিধাবোগীদের একজন আসমা আক্তার। মাত্র তেইশ বছরের এই নারী স্বামী পরিত্যক্তা হয়েছেন কয়েক বছর আগে। বাবার বাড়িতে ঠাঁই হয়েছিল তার। আসমা বলেন, অল্প বয়সেই স্বামী ছেড়ে গেছে আমাকে। একটি মেয়ে নিয়ে আমার ছোট একটি সংসার। মেয়েকে মানুষ করতে চাই, সে জন্য উপার্জন দরকার। সেলাই মেশিন চালিয়ে আয়-রোজগার করে ভালোভাবে জীবন যাপন করার স্বপ্ন দেখছি আমি।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, এই আশ্রয়ণ প্রকল্পে ৮৮টি ঘর রয়েছে। উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঘরগুলো উপহার হিসেবে দেওয়া হয়েছে তাদের। যারা এই উপহারের ঘর পেয়েছেন, তাদের জীবনে উন্নয়ন ঘটেছে। তাদের আত্মসম্মান আর আত্মমর্যাদা বেড়েছে।

সম্প্রতি পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে কক্সবাজার জেলার সদর উপজেলায় ৭৫টি, ঈদগাও উপজেলায় ১৪৬টি এবং মহেশখালী উপজেলায় ৪০টি, সর্বমোট ২৬১টি গৃহের নির্মাণকাজ শেষ হয়েছে। এগুলো নির্বাচিত উপকারভোগীদের মাঝে মঙ্গলবার (১১ জুন) হস্তান্তর করা হবে। কক্সবাজার সদর, ঈদগাও ও মহেশখালী উপজেলায় আর কোনও ভূমিহীন পরিবার না থাকায় ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে।

নির্মিত প্রতিটি ঘরের সঙ্গে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বিনামূল্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে, সে হিসাবে এখন পর্যন্ত ৯৮ দশমিক ৫০ একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পগুলোয় প্রায় ২২ একর জমি কমন স্পেস হিসেবে উপকারভোগীরা ব্যবহার করছেন।

এর বাইরে ১ হাজার ৬০৪ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ (হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, মাছ চাষ, সবজি চাষ, অর্গানিক সবজি উৎপাদন, সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ প্রভৃতি) প্রদান করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। সে মোতাবেক কক্সবাজারকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কক্সবাজারের ৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ৪ হাজার ৯২৫।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে (১ম ধাপ) পর্যন্ত ৪ হাজার ৬৬৪টি পরিবারের মধ্যে গৃহনির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে কক্সবাজারের ছয়টি উপজেলা চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর