নারীর ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল-চাঁদাবাজি, যুবক গ্রেফতার
গাজীপুরে এক নারীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে শাকিল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ১টায় গাজীপুর মহানগরীর পালেরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জিএমপির বাসন থানা পুলিশ।আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান।
পুলিশ জানায়, একটি মাদ্রাসার ফেসবুক পেইজের মাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে গ্রেফতারকৃত যুবকের যোগাযোগ হয়৷ পরে একপর্যায়ে সে ঐ নারীর জীবনের সব সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ব্যক্তিগত ছবি চেয়ে নেয়। এরপর বিভিন্ন সময় সমস্যা সমাধান করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো সে ৷ পরে একপর্যায়ে ভুক্তভোগী নারী টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত ছবিগুলো ফেসবুকে ভাইরাল করার হুমকি দেয় শাকিল। এ ঘটনায় কুড়িগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর মা। গ্রেফতার শাকিল আহমেদ (২৬, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কালীবাড়ি সাচনা এলাকার সফর আলী-নাজনীন দম্পতির ছেলে।
সোনালী বার্তা/এমএইচ