শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

বর্তমান সময়ে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১৮ Time View
Update : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত এবং দক্ষ তাদের জন্য দেশে- বিদেশে চাকরির কোনো অভাব নেই।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং,সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর