খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে ফিরোজায় বিএনপির নেতারা
নেত্রীর সঙ্গে কোনো রাজনৈতিক আলাপ করতে নয় কেবল ঈদের শুভেচ্ছা বিনিয়ম করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
সোমবার (১৭ জুন) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিয়ম হয়। সেখানে থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি’।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই। কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না। আজকেও তাই হয়েছে।’
আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যে ঈদ, তা দেশবাসী আনন্দ সঙ্গে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে। আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।’
এই মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান।