গলায় মাংস আটকে তরুণের মৃত্যু
কোরবানির মাংস গলায় আটকে ইমরান হোসেন (২৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে।
সোমবার বিকেল ৪ টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস ইমরানের গলায় আটকে যায়।
দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল বিশ্বাস বলেন, ইমরানকে হসপিটালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা যায় তার মুখের ভেতর মাংস আটকে ছিল। এছাড়াও তার থ্যালাসেমিয়া রোগ ছিল।
তবে কি কারণে মারা গেছে নিশ্চিত হওয়া যায়নি।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।