মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

দ্রুততম সময়ে ঢাদসিক’র কোরবানির বর্জ্য অপসরণ

নিজস্ব প্রতিবেদক / ৮৩ Time View
Update : সোমবার, ১৭ জুন, ২০২৪

কোরবানির বর্জ্য অপসরণ কার্যক্রমের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার ( ১৮ জুন) বিকাল সাড়ে ৫টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে তিনি পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে উৎপন্ন/সৃষ্ট বর্জ্য অপসারণে সামষ্টিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন বলে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৪টির বর্জ্য কোরবানির দিন ১৭ জুন রাত ৮টার মধ্যে সম্পূর্ণ অপসারণ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, ঢাকাবাসীর যে প্রত্যাশা এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, সেটি হলো ২৪ ঘণ্টার মধ্যে যাতে বর্জ্য শতভাগ অপসারণ হয়, শহর পরিষ্কার হয়। সকলের সহযোগিতায় ২৪ ঘণ্টায় লক্ষ্য অর্জন করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর