রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে নৌকা ডুবে মাদারীপুরের তিন যুবক নিহত!

মাদারীপুর প্রতিনিধি / ১৩৫ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন মাদারীপুরের বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ জুন) ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হল- মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার ও সাব্বির। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালি যেতে ব্যর্থ হন তিনি।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায় হয়ে পড়বে।

জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করেন। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর