গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অনিশ্চিত এমবাপে
ইউরো টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। সেই সময়টা আরো দীর্ঘ হতে চললো তার।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হেডে গোল করতে গিয়ে প্রতিপক্ষের ফুটবলারের কাধের সঙ্গে সংঘর্ষ হয়ে নাক ফেটে যায় এমবাপের। এতে করে মাঠেই রক্তাক্ত হন তিনি।
পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইউরোতে অস্ত্রপাচার ছাড়াই মুখোশ পরে খেলতে হবে তাকে। তবে টুর্নামেন্ট শেষে ঠিকই অস্ত্রপাচার করতে হবে ফরাসি বিশ্বকাপজয়ী এর তারকাকে।
এমতাবস্থায় শঙ্কা জেগেছে, এমবাপের পরের ম্যাচগুলো খেলা নিয়ে। অস্ট্রিয়ার বিপক্ষে জেতায় অনেকটাই এগিয়ে রয়েছে ফ্রান্স। তাই এমবাপেকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ দিদিয়ের দেশম।
এজন্য গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে এমবাপেকে বিশ্রামে রাখতে চান দেশম। শেষ ষোলোর ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে এমবাপেকে, এমনটাই ধারণা করছেন সবাই। জুনের ২৯ তারিখ থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই।
সোনালী বার্তা/এমএইচ