রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

প্রথম হজ ফ্লাইটে ঢাকায় ফিরলেন ৪১৭ যাত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮৮ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ জন যাত্রী।আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানের এমডি জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
এদিকে সৌদি আরবে গতকাল বৃহস্পতিবার আরও একজন হাজি মারা গেছেন। তার নাম মো. ইদিস খান (৬৬), পাসপোর্ট নম্বর ইএফ০৫৯৪০৮৪। এ পর্যন্ত মোট ৩১ জন হজযাত্রী মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২ ও বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫।
বেবিচক চেয়ারম্যান বলেন, হাজিদের যাওয়া-আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে, হজ ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে।

৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর