দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরি

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহীর রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, শনিবার (২২ জুন) থিওডোর রুজভেল্ট নামের পারমাণবিক শক্তি চালিত এই রণতরিটি বন্দর শহর বুসানে নোঙর ফেলেছে। চলতি মাসে আয়োজক এই দেশ এবং জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে মার্কিন এই রণতরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
২০২৩ সালের দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলপথে চীনের ‘বিপজ্জনক এবং আক্রমনাত্মক আচরণের’ নিন্দা করেছিলেন এই তিন দেশের নেতারা। একই বছরের আগস্টে ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলনে বার্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়ার আয়োজনে সম্মত হন তারা।
এদিকে, চলতি সপ্তাহে ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় দেশটির নেতা কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এই চুক্তিতে একটি পারস্পরিক প্রতিরক্ষা অঙ্গীকার অন্তর্ভুক্ত ছিল।
সোনালী বার্তা/এমএইচ