বিয়ে করলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন।গতকাল শুক্রবার রাতে নাদিয়া তার সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের সংবাদটি জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় নাদিয়া জানান, তার বরের নাম সালমান আরাফাত। তাদের দুজনের আগে থেকেই জানাশোনা ছিল।
একটি সূত্রে জানা যায়, নাদিয়ার বর সালমান আরাফাতও শোবিজে কাজ করেন। নাটক ও বিজ্ঞানে নিয়মিত কাজ করেন তিনি। বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভারের ছবি পাল্টেছেন। এর একটি ছবিতে দুই পরিবারের সদস্যদের অন্যটিতে নাদিয়া ও তার বরকে দেখা যাচ্ছে।
নাদিয়া সোশ্যাল মিডিয়ায় তার বরের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। অন্যদিকে একই ছবি সালমানও তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।
নাদিয়া ও সালমানের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ছবির নিতে মন্তব্যের ঘরে সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন।
নাদিয়া নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি অভিনয় ছাড়া পারিবারিক ব্যবসাও দেখাশোনা করছেন।
সোনালী বার্তা/এমএইচ