বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

আফগানিস্তানের জয়ে সেমির আশা বেচেঁ রইল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ১৩৬ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। তবে সাকিব-শান্তদের লড়াই এখনও শেষ হয়নি।

কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের সেমির আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান।
সুপার এইটের ম্যাচে আজ অজিদের ২১ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানরা। মহাশক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আফগানদের প্রথম জয়। এই জয়ে নিজেদের পাশাপাশি গ্রুপের বাকি তিন দলের জন্যও সেমির লড়াই উন্মুক্ত করে দিয়েছে আফগানিস্তান। ফলে বড় দুই হারের পরও সমীকরণে টিকে রইলো বাংলাদেশ।

আজকের ম্যাচে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারাতে পারতো, তাহলে টানা দুই জয় পাওয়া ভারত সেমিতে উঠে যেতো। কিন্তু তা না হওয়ায়, ভারতকে এখন আরও ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। পরের ম্যাচে ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় আর আফগানিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, সেমিতে যাওয়া সম্ভব নাজমুল হোসেন শান্তদেরও।

২টি করে ম্যাচ শেষে গ্রুপ ‘ওয়ান’-এ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। বাংলাদেশ জিততে পারেনি একটিতেও। এখন বাংলাদেশ যদি পরের ম্যাচে আফগানদের হারাতে পারে আর অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হারে; তাহলে নেট রানরেটের হিসাব সামনে আসবে। যেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে। ভারতের পরেই (+২.৪২৫) অস্ট্রেলিয়ার নেট রানরেট (+০.২২৩) সবচেয়ে ভালো অবস্থায় আছে।

আফগানিস্তানের নেট রানরেট (-০.৬৫০) আবার বাংলাদেশের (-২.৪৮৯)। চেয়ে অনেক ভালো। সেক্ষেত্রে বড় জয় ছাড়া বিকল্প নেই শান্তদের হাতে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার হারের অপেক্ষাতেও থাকতে হবে তাদের। সবমিলিয়ে বাংলাদেশের সেমির আশা কাগজে-কলমে থাকলেও বাস্তবে প্রায় নেই বললেই চলে।

অন্যদিকে আফগানিস্তানকে শেষ চারে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায়, আর ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়; তাহলে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং অস্ট্রেলিয়াও ভারতের বিপক্ষে জয় পায়; তাহলেও রশিদ-নবিরা সেমিতে উঠতে পারেন। সে ক্ষেত্রে রানরেটের হিসাব আসবে। যেখানে অস্ট্রেলিয়া যদি ভারতকে ১ রানে হারায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে ৩৬ রানে।

আগামীকাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পরদিন আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর