মাঠে ফিরেই এমবাপের জোড়া গোল!
ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে; কিন্তু দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের পায়ের যাদু এখনো ভালোভাবে দেখা হয়নি ভক্ত-সমর্থকদের। হবে কি করে? এমবাপেতো খেলারই সুযোগ পেলেন না। অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙ্গে হাসপাতাল ঘুরে এসেছেন, ঝুঁকি নিতে চাননি বলে কোচ দেশম এমবাপেকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।
এমবাপে ভক্তদের জন্য সুখবর, তিনি মাঠে ফিরেছেন। শনিবার দলের ক্লোজডোর অনুশীলনে ৬০ মিনিট খেলেছেন। ওই ৬০ মিনিটে দুটি গোলও করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন।
শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে যারা খেলেননি এবং অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের মিশ্রিত দলে দুই অর্ধে ৩০ মিনিট করে খেলেছেন এমবাপে।
এমবাপে কালো মাস্ক পরে খেলেন। ইএসপিএন জানিয়েছে, খেলার আগে এমবাপেদের বেশি আক্রমণাত্মক না হতে বলা হয়েছিল। ইউরো চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ম্যাচে অংশ নিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাছাড়া তার মাস্ক পরে খেলায় অভ্যস্ত হওয়ারও দরকার ছিল।
শুরুতে তাকে অস্বস্তি বোধ করতে দেখা গেলেও দ্রুতই এমবাপে মানিয়ে নিয়েছিলেন। সোমবার থেকে ঠিকঠাক অনুশীলন করতে না পারা এমবাপের ফিটনেসের জন্য অনুশীলন ম্যাচটি ভালো ছিল বলেই মনে করছেন সবাই।
নেদারল্যান্ডসের বিপক্ষে বেঞ্চে বসে থাকলেও এমবাপে ধারণা করেছিলেন পরিস্থিতির কারণে তার হয়তো খেলা হবে না। ড্রয়ের পর দিদিয়ের দেশমও বলেছিলেন, ‘এমবাপেকে বেঞ্চে বসিয়ে রাখা সঠিক সিদ্ধান্ত ছিল।
অনুশীলন ম্যাচ খেললেও এমবাপে পোল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না।
রিয়াল মাদ্রিদের নতুন তারকা ডাচদের বিপক্ষেও খেলতে চেয়েছিলেন। খেলতে চান পোল্যান্ডের বিপক্ষেও। কোচ দিদিয়ের দেশম বুঝেশুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন। ম্যাচের আগে মাত্র দুটি ট্রেনিং সেশন বাকি আছে। এই দুই সেশনেই বোঝা যাবে পোল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কতটুকু।
সোনালী বার্তা/এমএইচ