রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত ৮

অনলাইন ডেস্ক / ৮৭ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

চীনে ভূমিধসে আটজন নিহত, চীনের মধ্যাঞ্চলে একটি পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটেছে । রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার এ তথ্য জানিয়েছে। দেশটির বিভিন্ন অংশে খারাপ আবহাওয়ার জন্য ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, টিভি জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে হুনান প্রদেশের একটি গ্রামে প্রাণঘাতী ভূমিধস হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে চারটি বাড়ি ধসে পড়ে এবং আটজন নিখোঁজের সবাই মারা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে চীন চরম আবহাওয়া ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সম্মুখীন হয়েছে। গ্রিনহাউস গ্যাসের কারণে জলবায়ু পরিবর্তন চরম আবহাওয়ার ঘটনাগুলোকে আরো নিয়মিত ও তীব্র করে তুলেছে।

চীন বিশ্বের সর্বাধিক গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ রবিবার হুবেই, আনহুই প্রদেশসহ প্রবল বৃষ্টির জন্য বেশ কয়েকটি রেড অ্যালার্ট জারি করেছে, যা দেশটির চার স্তরের সতর্কীকরণ ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানায়, দক্ষিণাঞ্চলীয় ও ঘনবসতিপূর্ণ গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে যখন দক্ষিণ চীনে মুষলধারে বৃষ্টি হয়েছে, তখন চীনের উত্তরাঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসি‍য়াসের ওপরে উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর