আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর চমক; রোজগার্ডেনে জাঁকজমকপূর্ণ আয়োজন
মাটির সঙ্গে মানুষের যেমন সর্ম্পক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের সর্ম্পক। তাই তো ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাত্রা শুরু করে। গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম (প্রতিষ্ঠাবার্ষিকী) ‘প্লাটিনাম জুবিলি’ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবার রোজগার্ডেনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের তত্ত্বাবধানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই জমকালো অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জুবিলিতে (প্রতিষ্ঠাবার্ষিকী) বিশেষ লাইট-সাউন্ড শো ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে চমক দেখিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
তিনি নানা আয়োজনের মধ্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐতিহাসিক রোজগার্ডেনে একটি পরিপূর্ণ ও জাকজমকভাবে মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। যদিও এর আগেও রোজগার্ডেনে অনুষ্ঠান হয়েছে। তবে আয়োজন এতো পরিপূর্ণ ছিল না। ফলে এবার অনুষ্ঠান দেখতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে প্রসংশিত হয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তাদের ভাষ্য, স্বল্প সময়ে এতো পরিপূর্ণ আয়োজন সম্ভব হয় শুধুমাত্র একান্ত আগ্রহ ইচ্ছা থাকলে যা নতুন সংস্কৃতিপ্রতিমন্ত্রীর কর্ম সম্পাদানের মধ্যে ফুটে উঠেছে।
সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হয়ে রাত ১১টায় সমাপ্তি হয়। যা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহিত সকল প্রকার অনুষ্ঠানকে ছাড়িয়ে গেছে বলেও মনে করছেন কেউ কেউ। এরপর থেকে আওয়ামী লীগ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সর্ব জায়গায় প্রসংশায় মুখোরিত নাম নাহিদ ইজাহার খান। মূলত অনুষ্ঠানটি দুটি পর্বে পরিবেশিত হয়। প্রথম পর্বে অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বাংলা একাডেমির বর্তমান শিল্পীরা। আওয়ামী লীগের ইতিহাস ও বাংলাদেশের পটভূমি বর্ণনা করা হয়।
উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গণের একঝাঁক তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকের দিনটি ইতিহাসের একটি স্মরণীয় দিন। আজকে আমরা পেছনে ফিরে তাকাচ্ছি চলে যাচ্ছি আমাদের জন্মলগ্নে। দেখতে দেখতে ৭৫টি বছর চলে গেল।
এরইমধ্যে আমরা আমাদের পর্বপুরুষদের অনেককেই হারিয়ে ফেলেছি। সর্বকালের সবার সেরা বাঙালি, বাঙালি জাতির হাজার বছরের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে। তারপর থেকে ৪৩ বছর আওয়ামী লীগের সভাপতি ও ৫ বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।’
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী যত অনুষ্ঠানই হোক না কেন, সব আবেগ ঐতিহাসিক রোজগার্ডেনে জড়িয়ে আছে। রোজগার্ডেন আওয়ামী লীগের জন্মস্থান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, ‘আজ আমরা সকলে আছি আমাদের সেই পিতা ও নেতার ভবনে। যেখানে ৭৫ বছর আগে ১৯৪৯ সালের এই দিনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়। আজ শুভ দিন। গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ একটি আর্দশের নাম, একটি সংকল্প ও জাতির স্বপ্ন পূরণের সোপান। ৭৫ বছরের এই পথচলা কখনো সহজ ছিল না। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর অবর্তমানের তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে নীতি ও আর্দশে অবিচল থেকে এগিয়ে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’ এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান সংস্কৃতিপ্রতিমন্ত্রী।
সোনালী বার্তা/ এমএইচ