মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

চিঠি দেওয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বাংলাদেশকে যেন তিস্তা ও গঙ্গা নদীর পানি না দেওয়া হয় সেই বিষয়ে ব্যাপক বিরোধিতা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।তিনি এই বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে জানতে চাইলে তিনি বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং মমতার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার এ বিষয়ে বাংলাদেশের তো নাক গলানোর কিছু নাই।

ভারতে দুই দিনের সফর নিয়ে আজ মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিস্তা প্রসঙ্গে মমতার যে অভিযোগটি করেছেন তা হলো, পশ্চিমবঙ্গকে না জানিয়েই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি দিতে চাইছে। এমন পরিস্থিতিতে মমতার হুঁশিয়ারি, কেন্দ্র যদি একতরফা ভাবে কোনো সিদ্ধান্ত নেয়, তবে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ তো বটেই ভারতজুড়ে বড় আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।

গতকাল সোমবার রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্নে’ এক বৈঠক থেকে মমতা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পানি বিক্রি করে দিচ্ছে। সিকিম যখন তিস্তা নদীর উপর ১৪টা হাইড্রো পাওয়ার (জলবিদ্যুৎ) করেছে, তখন তারা (কেন্দ্র সরকার) চোখে দেখেনি। আর এখন বলছে সব পানি দিয়ে দাও।পানি দিতে তো কোন আপত্তি নেই, কিন্তু আমার থাকলে তো দেবো! না থাকলে কোথায় থেকে দিবো, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু রাজ্যকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর