বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

পানির মত রেমিট্যান্স আসছে দেশে

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

চলতি মাসে বিভিন্ন দেশে থেকে রেমিট্যান্স আসছে বন্যার বানের পানির মতো। শুধু একদিনেই রবিবার (২৩ জুন) প্রবাসীরা পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ অর্থাৎ ১৩ কোটি ৮০ লাখ ডলার যা বাংলাদেশের এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তাদের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিগত সব বছরের রেকর্ড ভেঙে রিজার্ভ বাড়ানোর অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সে উল্লম্ফন দেখা দিয়েছে।

চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্সের পালে জোর হাওয়া লাগে। জুন মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে দেশে ১৪৬ কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় আসে, যা ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ। তার মানে, গত মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ২৫ লাখ ডলার। আর চলতি মাসের প্রথম ২৩ দিনে গড়ে প্রতিদিন এসেছে ৮ কোটি ৯২ লাখ ডলার। গত মাসের তুলনায় চলতি মাসে দিনে গড়ে প্রায় ১ কোটি ৬৭ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দুই ঈদের আগেই পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। কোরবানির ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সোনালী বার্তাকে বলেন, সাধারণত ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এবারও তাই হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নেওয়া বেশ কিছু উদ্যোগ রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, কোরবানির ঈদের এই মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ২০৫ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন। অথচ সচরাচর পুরো মাসেও ২০০ কোটি লাখ ডলার বাংলাদেশে আসেনি। গত বছরের ১ থেকে ২১ জুন প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ৬০ লাখ ডলার।

হঠাৎ রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের গতি বেড়ে যাওয়া নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। ব্যাংক খাতের কেউ কেউ বলছেন, যারা আগে বিদেশে অর্থ পাচার করে ছিলে তারা অনেকেই পাচার করে নেওয়া অর্থ এখন প্রবাসী আয়ের নামে দেশে ফিরিয়ে আনছেন। আর প্রবাসী আয়ের বিপরীতে ব্যাংকগুলোর কাছ থেকে তারা নিচ্ছেন উচ্চ দরের পাশাপাশি আড়াই শতাংশ হারে প্রণোদনা।

প্রসঙ্গত, দেশে ডলার-সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিদেশ থেকে অর্থ আনতে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ইতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী আয়ে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত মাসে বাংলাদেশ ব্যাংক একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে।

প্রসঙ্গত, গত বছরের জুনে প্রবাসীরা ২১৯ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠান। যা তার আগের ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স।

২০২২-২৩ অর্থবছর বাংলাদেশে ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৩৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসে। তবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ফেব্রুয়ারিতে। ওই মাসে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৬ কোটি ডলার।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর