বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর ৩য় বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কাজী মকবুল গাজীপুর / ১৫৬ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর বাৎসরিক সাধারণ কার্যনির্বাহী সভায় ২০২৪-২৫ বর্ষের মো: সোহেল রানা সবুজকে সভাপতি ও শেখ সাবের আলীকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মোজাদ্দেদ উল ইসলাম, মো: মনিরুজ্জামান এবং ডা. নির্বাচিতা হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: ইমরান, দপ্তর সম্পাদক মো: মেহেদী হাসান, কল্যাণ বিষয়ক সম্পাদক মোসা. তাসলিমা আকতার জলি, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সম্পাদক মো: তারিফুল আজম রানা, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মো: আল মামুন, প্রশিক্ষন ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: তাসনিম আলম, কোষাধ্যক্ষ মো: রাজিবুল ইসলাম, উপদেষ্টা সৈয়দ শরীফুল আলম, প্রধান সমন্বয়ক মো: সজিবুল ইসলাম। উক্ত বার্ষিক সাধারণ সভা-এজিএম’২৪ আয়োজনে বিগত ২০২২-২৩ ও ২৩-২৪ বর্ষের সকল কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিমি টেকনোলজি এর কর্ণধার মো শাহরিয়ার হাসান, গ্লোবাল সিটিজেন এর ব্যবস্থাপনা পরিচালক মো: দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রেডিমেড গার্মেন্টস (আরএমজি) এর আরো অনেক উর্ধ্বত্ত্বন কর্মকর্তাবৃন্দ। কার্যনির্বাহী সাধারণ সভায় প্রস্তাবিত কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সাপোর্টিং পার্টনার হিসেবে ছিলো শিমি টেকনোলজি এবং গ্লোবাল সিটিজেন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন আজিদা খাতুন, আবুল বাশার সবুজ এবং এইচ আর স্পেশালিষ্ট কর্পোরেট ম্যাশ খ্যাত মো: মশিউর রহমান।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর